Press Release
ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে বসন্ত বরণ ও পিঠা উৎসব ১৪৩১ উদযাপন
মুখরিত ক্যাম্পাসে বাঙালির অতীত-ঐতিহ্য ও সংস্কৃতির এক মনোমুগ্ধকর মিলনমেলা
গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য “বসন্ত বরণ ও পিঠা উৎসব-১৪৩১”। পুরো দিনব্যাপী চলা এ উৎসব ছিল বাঙালির লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও মজাদার পিঠার এক দারুণ সমন্বয়। আয়োজনের অংশ হিসেবে ছিল পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
এই উৎসবে প্রতিষ্ঠানটির ৬টি বিভাগ থেকে শিক্ষার্থীরা ১২টি স্টল স্থাপন করেন, যেখানে তারা নিজেদের হাতে তৈরি বাহারি ও ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রয়ের জন্য উন্মুক্ত করেন।
উক্ত বিভাগসমূহ হলো:
১। কম্পিউটার সাইন্স টেকনোলজি
২। ইলেকট্রিকাল টেকনোলজি
৩। সিভিল টেকনোলজি
৪। টেক্সটাইল টেকনোলজি
৫। মেকানিক্যাল টেকনোলজি
৬। অটোমোবাইল টেকনোলজি
এই উৎসবে ৩৮টি জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং ৭৩টিরও অধিক বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের মন জয় করে নেয়। স্টলগুলোকে সাজানো হয় নানা সৃজনশীল থিমে।
প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের উদ্যোগে পুরো ক্যাম্পাস বসন্ত ও পিঠার উৎসবের আমেজে রঙিন হয়ে ওঠে। তাদের সৃজনশীল চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ ছিল ক্যাম্পাসজুড়ে।
আয়োজনের অংশ হিসেবে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। একক ও দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশনায় শিক্ষার্থীরা ফুটিয়ে তোলে বসন্তের আনন্দঘন রূপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:ড. মোহাম্মদ নুরুজ্জামান, সম্মানিত সিইও (ড্যাফোডিল ফ্যামিলি);কে. এম. হাসান, অধ্যক্ষ ও মোঃ আব্দুল হাকিম, সহযোগী অধ্যক্ষ
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ।
অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মমত্ববোধ গড়ে তোলে। পাশাপাশি স্টল প্রদর্শন ও বিপণের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোক্তা হয়ে ওঠার পথ প্রশস্ত হয়।”
অনেক শিক্ষার্থী সহপাঠীদের এমন ব্যতিক্রমী ও সৃজনশীল আয়োজনে অনুপ্রাণিত হন। অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের ব্যবসায়িক দক্ষতা যেমন যোগাযোগ, মুল্য নির্ধারণ ও ক্রেতা ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জন করেন।
উৎসবে সেরা স্টল, সেরা পিঠা ও সেরা সজ্জা বিবেচনায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে।
বসন্ত বরণ ও পিঠা উৎসব ১৪৩১ ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও সৃজনশীলতার অনন্য প্রমাণ। ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
Daffodil Institute of Engineering and Technology celebrates Boshonto Boron and Pitha Festival 1431
A fascinating gathering of Bengali past, tradition and culture on the famous campus
On February 19, 2025, the students of Daffodil Institute of Engineering and Technology organized a colorful “Boshonto Boron and Pitha Festival-1431”. This day-long festival was a great combination of Bengali folk tradition, culture and delicious pitha. Pitha festival, cultural programs and prize distribution were part of the arrangements.
In this festival, students from 6 departments of the institute set up 12 stalls, where they displayed and sold their handmade exotic and traditional pitha.
The departments are:
1. Computer Science Technology
2. Electrical Technology
3. Civil Technology
4. Textile Technology
5. Mechanical Technology
6. Automobile Technology
Students from 38 districts participated in this festival and more than 73 different traditional pithas were displayed, which won the hearts of the visitors. The stalls were decorated in various creative themes.
The entire campus became colorful in the atmosphere of spring and pitha festival on the initiative of the students of the first semester. Their creative thoughts and ideas were expressed throughout the campus.
As part of the event, traditional cultural programs were held throughout the day. The students portrayed the joyful appearance of spring through solo and group music, dance, and recitation.
The following were present at the event: Dr. Mohammad Nuruzzaman, Honorable CEO (Daffodil Family); K. M. Hasan, Principal and Md. Abdul Hakim, Associate Principal.The respected teachers of the institution were also present.
The Principal said in his speech, “Such an event develops a sense of affection for Bengali culture and tradition among the students. Besides, the path of students to become entrepreneurs is paved through stall display and marketing.”
Many students were inspired by such exceptional and creative events of their classmates. Participants gained experience in real-life business skills such as communication, pricing and customer management.
Prizes were distributed among the students for the best stall, best pitha and best decoration at the festival, which will inspire them in their future journey.
The Boshonto Boron and Pitha Festival 1431 is a unique proof of the student-friendly environment and creativity of Daffodil Institute of Engineering and Technology. The officials of the institution expressed their hope that such events will continue in the future as well.