ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির বার্ষিক বনভোজন গত ৭ই ফেব্রুয়ারি, বুধবার, ২০২৪খ্রি. এনএস আইসল্যান্ড রিসোর্ট,জামালদি, মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ।
ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ছাত্র-শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে সম্পর্ক উন্নত করার লক্ষ্যকে সামনে নিয়ে এবারের বনভোজন আয়োজিত হয়েছে।যেখানে ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করে।
বার্ষিক বনভোজনের উদ্দেশ্যে শিক্ষার্থীরা প্রতিষ্ঠান হতে সকাল ০৭:৩০ মিনিটে ৩টি বাসযোগে রওনা হয়ে সকাল ০৯:৩০ মিনিটে পিকনিক স্পট এনএস আইল্যান্ড রিসোর্টে উপস্থিত হয়। সেখানে সকলকে ওয়েলকাম ড্রিংসের মাধ্যমে স্বাগত জানানো হয় ।
উল্লেখ্য ওয়েলকাম ড্রিঙ্কসটি ছিল অসাধারণ। মনোরম পরিবেশে প্রত্যেকেই মেতে উঠে নিজ নিজ ছবি এবং গ্রুপ ছবি তোলায়। অতঃপর ওয়াটার বাসযোগে আমরা আমাদের গন্তব্য এনএস আইল্যান্ড রিসোর্টে পৌঁছায়।
সেখানে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের খেলাধুলা অংশগ্রহণ করে । উল্লেখযোগ্য ফুটবল, রিলে দৌড়, হাড়িভাঙ্গা ,মার্বেল দৌড়, দাবা, লুডু, বল নিক্ষেপ সহ বিভিন্ন খেলায় মেতে ওঠে ।এই খেলা দুপুর ০২ ঘটিকা পর্যন্ত অব্যাহত থাকে ।
খেলাধুলা শেষ হবার পরেই শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ অনুযায়ী লাইনে দাঁড়িয়ে দুপুরে খাবার সংগ্রহ করে। খাবারের গুণগত মান সম্পর্কে শিক্ষার্থীরা যথেষ্ট সন্তুষ্ট ছিল বলে জানায়।
খাবার গ্রহণের পর ৩০ মিনিট বিরতি দিয়ে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মেতেউঠে নাচে গানে। ড্যাফোডিল ফ্যামিলির সিইও জনাব ড. মোঃ নুরুজ্জামান ও ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব কে এম হাসান রিপনসহ উপস্থিত সকলেই শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির সিইও জনাব ড. মোঃ নুরুজ্জামান ও ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব কে এম হাসান ।
ড্যাফোডিল ফ্যামিলির সিইও জনাব ড. মোঃ নুরুজ্জামান তার বক্তৃতায় বলেন, “বনভোজনের মাধ্যমে শিক্ষার্থীরা সাংস্কৃতিক সম্প্রদায়ের সংস্থান হিসাবে কাজ করে এবং ছাত্র-শিক্ষকদের মধ্যে আবদ্ধতা ও সহযোগিতা তৈরি করে, যা প্রতিষ্ঠানের সামগ্রিক মান এবং মান সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”।
ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির ধারক ও বাহকের প্রধান সোপান মানসিক প্রশান্তি । যে কারণে শিক্ষার্থীদের জন্য প্রতিবছরই এই ধরণের বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।