সৃজনশীল ক্যারিয়ার গড়তে ডিপ্লোমা ইন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং

আর্কিটেকচার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভাবনাময় ক্ষেত্র। সৃজনশীলতাকে যারা পেশা হিসেবে নিতে চান তাদের জন্য সর্বোত্তম ক্ষেত্র এটি।

আর্কিটেকচার কি?

আর্কিটেকচার মানে স্থাপনার ডিজাইন বা নকশা করা এবং যিনি এই কাজের সাথে জড়িত বা এই নকশা করেন তাকে বলা হয় স্থপতি বা আর্কিটেক্ট। মূলত কোন বিল্ডিং, সেতু, ফ্লাইওভার বা যে কোন স্থাপনার ডিজাইন করা পাশাপাশি এর ভিতরের আসবাবপত্র, লাইট, সজ্জাসামগ্রীর যথাযথ ব্যবহারের মধ্যে নান্দনিকতা ফুটিয়ে তোলাই হচ্ছে আর্কিটেকচার।

কেন পড়বেন?

যুগের চাহিদার সাথে সাথে এবং মানুষের চাহিদার পরিবর্তনের সাথে তৈরী হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্র । যিনি শৈল্পিকামনা, নিজের মধ্যে ক্রিয়েটিভিটি শৌখিনতাকে পেশায় রুপান্তর করতে চান তাদের জন্য আর্কিটেকচার হচ্ছে সঠিক সিদ্ধান্ত। যুগের প্রয়োজনে এবং মানুষের চাহিদার কারনে বর্তমানে এই ক্ষেত্রটি সারা বিশ্বে বহুল সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে রুপ নিয়েছে ।

 পেশে হিসেবে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং

যুগের পরিবর্তনের সাথে মানুষের চাহিদারও পরিবর্তন হচ্ছে। মানুষ এখন শৌখিনতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। তাই দেশে এবং বিদেশে একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারের ব্যাপক চাহিদা বাড়ছে। সরকারি চাকরির পাশাপাশি রয়েছে বেসরকারি ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার অসংখ্য ক্ষেত্র। যেমন- গৃহনির্মাণ প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট ফার্ম, ইভেন্ট ম্যানেজমেন্ট, আর্কিটেকচার ডেভেলপার ফার্ম । এর পাশাপাশি একজন আর্কিটেকচার চাইলে থ্রিডি অ্যানিমেশন, থ্রিডি মডেলিং, অটোক্যাড ড্রইং, রেন্ডারিং, ফোটোগ্রাফিক্সের কাজও করতে পারে ।

কেন ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট?

ড্যাফোডিল পলিটেকনিক গতানুগতিক ধারার বাইরে একটি আধুনিক পলিটেকনিক। ২০০৬ সাল থেকে অত্যন্ত সম্মানের সহিত কর্যক্রম পরিচালনা করে আসছে।

 ১. ড্যাফোডিল পলিটেকনিকে আর্কিটেকচার শিক্ষার্থীদের জন্য রয়েছে সুবিশাল ল্যাব।

২. প্রযুক্তি নির্ভর চাকরি বাজারের জন্য তথ্য প্রযুক্তিতে দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ার লক্ষ্যে একমাত্র আমরাই দিচ্ছি One Student One Laptop.

৩. আর্থিক সুবিধাসহ স্বল্পতম সময়ে উচ্চ শিক্ষার জন্য নিজস্ব বিশ্ববিদ্যালয় Daffodil International University তে পড়ার  সুযোগ। 

৪. আন্তর্জাতিক চাকরির বাজারে Skills Employment এর জন্য রয়েছে Global Recruiting Agency.

৫. বিদেশে ভর্তি, ক্রেডিট ট্রান্সফার, মাইগ্রেশন ও ভর্তির সর্বোচ্চ সহযোগিতায় Admission.ac

৬. শিক্ষার্থীদের জন্য রয়েছে তরূণ উদ্যোক্তা ফান্ড

৭.  চাকরিইন্টার্নশীপ প্রাপ্তির নিশ্চয়তা

৮.  শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়াার পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রণয়ন করছি  ওয়ার্ক বেসড স্কলারশীপ

৯. সরকারি উপবৃত্তি

১০. শিক্ষার্থী অভিভাবক লাইফ ইনস্যুরেন্স

১১. ফ্রি বই

এছাড়াও রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষীকামন্ডলী, যারা সার্বক্ষনীক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ।    

বর্তমানে শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন প্রোগ্রামে ভর্তি চলছে।    

যোগাযোগ:

ড্যাফোডিল পলিটেকনিক ইনষ্টিটিউট (ডিপিআই))

রোড# ১২, বাড়ী# ২/বি, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা । ০১৭১৩৪৯৩২৪৬, ০১৮৩৩১০২৮১০

Web: www.dpi.ac , Email: Info@bsdi-bd.org