যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন

১৭ ই  মার্চ (রবিবার ),ড্যাফোডিল ইন্সটিটিউট অব  ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এ অনুষ্ঠিত হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস– ২০২৪। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে’।

সকাল ১১ টায় পবিত্র কোরআন তেলাওয়াত এর  মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা ।  কোরআন তেলাওয়াত করে ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির টেক্সটাইল ডিপার্টমেন্টের ৩য় পর্বে শিক্ষার্থী মোঃ আরিফুল ইসলাম মেকানিক্যাল টেকনোলজি ।  আলোচনা সভাটি পরিচালনা করে ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির  ইলেক্ট্রিক্যাল টেকনোলজির ১ম পর্বের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ বিশ্বাস।

উক্ত সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের সাথে পালনের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর জীবনীর উপর ছাত্র-ছাত্রীদের ও পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতা ,বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি ,আলোচনা সভা নানা আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে শিক্ষার্থীদের নিয়ে উৎযাপন করা হয়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান– এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস– ২০২৪। এরপর শুরু হয় আলোচনা সভা।আলোচনা সভায় বিশেষ অতিথি তার বক্তব্যে- শিক্ষার্থী হিসেবে পড়াশোনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনাকে কিভাবে প্রতিফলিত করা যায় সে বিষয়গুলো উপস্থাপন করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস  উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, পোস্টার উপস্থাপনা  ও  রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।  অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির কালচারাল ক্লাবের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি পরিবেশন করে ।

আলোচনা সভার শেষে ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ডেপুটি ডিরেক্টর কে এম পারভেজ ববি সকলকে বঙ্গবন্ধুর মত আদর্শ মানুষ ,আদর্শ শিক্ষার্থী হয়ে নিজের প্রতিভা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করেন।