The Innovation & Skills Competition-2023 was successfully completed on 22nd July 2023, under the initiative of Daffodil Polytechnic Institute’s Career Launch Pad. This competition aimed to showcase the talent and innovative power of technical students from different departments. A total of 6 projects were presented and circumscribed various domains such as smart apps, cloud technology, and electrical technology-based Projects. The event aimed to foster the development of student’s skills and promote technical education in the country, thereby enhancing the overall quality of technical education.
Students from different academic backgrounds participated in the Innovation & Skills Competition-2023. The event provided them a platform to exhibit their innovative ideas and technical project works. The competition featured projects related to smart apps, cloud technology, and electrical engineering based projects. The event aimed to inspire and encourage students to engage in research and development Works. Through their participation, students were able to promote their skills, creativity, and problem-solving abilities and they were able to nurture their skills as well as expose their engineering education to the real job market.
Md. Johar Ali, Member (Coordination & Assessment) Joint Secretary of the National Skill Development Authority, Honored the program as the chief guest. Professor Dr. A.K.M. Fazlul Haque, Director of the Institutional Quality Assurance Cell (IQAC), participated at the event as the Chief Justice. Also present at the event were Honorable CEO of Daffodil Family, Mr. Md Nuruzzaman, the Principal of Daffodil Institute of Engineering & Technology,, K M Hasan Ripon, as well as the heads of departments, teachers, and students from all departments.
ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কর্তৃক সফলভাবে সম্পন্ন হলো Innovation & Skills Competition-2023.
আজ ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি, Career Launch Pad এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো Innovation & Skills Competition-2023. শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ডোমেনের মোট ৬টি প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে। তন্মধ্যে স্মার্ট অ্যাপস, ক্লাউড টেকনোলোজি এবং বৈদ্যুতিক প্রযুক্তি সম্পন্ন প্রজেক্টগুলো উল্লেখযোগ্য ছিলো। এই প্রোগ্রামের অংশগ্রহণের মাধ্যমে, শিক্ষার্থীরা তাদের দক্ষতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা এবং তারা তাদের প্রযুক্তিসম্পন্ন দক্ষতাকে চাকরির বাজারে তুলে ধরতে সক্ষম হবে এছাড়াও তারা নিত্য নতুন আবিষ্কারে উৎসাহিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (সমন্বয় ও মূল্যায়ন) যুগ্ম সচিব মোঃ জোহর আলী। তিনি শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন এবং সৃজনশীল বিকাশের জন্য উৎসাহিত করেন। প্রধান বিচারপতি হিসেবে উপস্থিত ছিলেন, Institutional Quality Assurance Cell(IQAC)এর পরিচালক,অধ্যাপক ড. এ.কে.এম. ফজলুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও জনাব মোঃ নুরুজ্জামান, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজির অধ্যক্ষ কে এম হাসান রিপনসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।