মেগা মিটার কে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টার বলা যেতে পারে, সংক্ষেপে ওহমস মিটার বলা হয়, এই মিটারটি এমন একটি যন্ত্র যার সাহায্যে উচ্চমানের রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় | এই মিটারের সাহায্যে মূলত ইনসুলেটিং পদার্থের রেসটেন্স পরিমাপ করা হয় যেমন ক্যাবলের জ্যাকেট ,ইলেক্ট্রিক্যাল ইকুইপমেন্ট এর ইন্সুলেশন |ইহা মূলত মেগার নামে পরিচিত |
মেগার কি? মেগারের গঠন
মেগার হচ্ছে এক ধরনের যন্ত্র, যার সাহায্যে পরিবাহীর ইনসুলেশনের রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়।
এই মিটারটি হাই ডিসি ভোল্টেজ প্রোভাইড করতে পারে যাহা 500 থেকে 5000 ভোল্টেজ পর্যন্ত হতে পারে এছাড়াও কোন কোন মিটারে 15000 ভোল্টেজ প্রোভাইড করার ক্ষমতা রাখে |
মেগারের গঠন
মেগার নিচের অংশগুলো নিয়ে গঠিত।
১. হাতে চালিত ডিসি জেনারেটর
২. কায়েন্ট কয়েল
৩. প্রেসার কয়েল
৪. পয়েন্টার বা কাঁটা
৫. মেগার স্কেল প্লেট
৬. পজেটিভ প্রান্ত
৭. নেগেটিভ প্রান্ত
৮. গার্ড টার্মিনাল
কাজের প্রক্রিয়া :
মেগার এ একটি হ্যান্ডেল আছে এটি ঘূর্ণন এর ফলে ডিসি জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন হয় এবং উক্ত বিদ্যুৎ R1 রেজিস্টার এবং কোয়েল A হয়ে পুনরায় জেনারেটর ফিরে আসে এ সময় x এবং Y এর মধ্যে কোন ইনসুলেটর পদার্থ সংযুক্ত না থাকায় B কোয়েল এবং R2 কোন প্রকার কারেন্ট প্রবাহিত হয় না ফলে কন্ট্রোলিং ফোর্স তৈরি হলেও এ মিটারের কোন ডিফ্লেক্টিং ফোর্স তৈরি হয় না, ফলে পয়েন্টারটি ইনফিনিটি বরাবরই থেকে যায় যার যাহা বাতাসের রেজিস্টেন্স প্রকাশ করে |
আবার যখন x এবং Y এর মধ্যে কোন ইন্সুলটিং পদার্থ সংযুক্ত করা হয় তখন R1 এবং কয়েল A আবার কয়েল B এবং R2 অর্থাৎ উভয় কয়েল এ কারেন্ট প্রবাহিত হয় এ সময়ে কন্ট্রোলিং এবং ডিফ্লেক্টিং উভয়ই ফোর্স এর ফলে পয়েন্টার টি স্কেল বরাবরে একটি নির্দিষ্ট পার্ট প্রদান করে যাহা ওই ইনসুলেটরের রেজিস্ট্যান্স স্ট্রেন্থ হিসেবে প্রকাশ পায় |
এ পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব হচ্ছে পরিমাপকৃত ইনসুলেটরের রেজিস্ট্যান্স দ্বারা বোঝা যায় যে এই ইনসুলেটর টি ব্রেকডাউন ঘটাতে কত ভোল্টেজ প্রয়োজন হতে পারে বা এতে কত ভোল্টেজ প্রয়োগ করা যেতে পারে
লেখক –
আব্দুল্লাহ আল মামুন
ইন্সট্রাক্টর (টেলিকমিউনিকেশন )
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট