ড্যাফোডিল ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তে “আন্তর্জাতিক যুব দিবস ২০২৪” উদযাপন

প্রেস রিলিজ
তারিখ: ৩১ আগস্ট, ২০২৪

ড্যাফোডিল ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তে “আন্তর্জাতিক যুব দিবস ২০২৪” উদযাপন

ড্যাফোডিল ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তে “আন্তর্জাতিক যুব দিবস ২০২৪” উদযাপিত হয়েছে। এ বছর দিবসটি উদযাপনের মূল প্রতিপাদ্য ছিল ‘যুব সমাজ: নতুন পৃথিবীর নির্মাতা’, যা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবন এবং নেতৃত্বের শক্তিকে সম্মান জানাতে উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, যা পরিবেশন করেন ড্যাফোডিল ইন্সটিটিউটের উল্লাস কালচারাল ক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও ড. মোঃ নুরুজ্জামান এবং সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রিন্সিপাল কে.এম হাসান রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর কে এম পারভেজ ববি, ভাইস প্রিন্সিপাল এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী।

প্রধান অতিথি ড. মোঃ নুরুজ্জামান এবং প্রিন্সিপাল কে.এম হাসান রিপন শিক্ষার্থীদের “তরুণ প্রজন্মকে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার” অনুপ্রেরণা ও দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো পোস্টার প্রেজেন্টেশন, চিত্রাঙ্কন ও মাইন্ড ম্যাপিং। শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনা এবং প্রতিভা প্রদর্শন অনুষ্ঠানের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ছাত্রছাত্রীদের নাচ, গান, আবৃত্তি।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি ড্যাফোডিল ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড   টেকনোলজির সকল শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে নতুন উদ্দীপনা এবং উৎসাহ সৃষ্টি করেছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ৭১ অডিটোরিয়ামের সামনে থেকে আনন্দ শুভাযাত্রা করে, যা একাডেমিক ভবন-১ এ গিয়ে শেষ হয়।

Press Release Date: 

August 31, 2024

Celebration of “International Youth Day 2024” at Daffodil Institute of Engineering and Technology 

The Daffodil Institute of Engineering and Technology celebrated International Youth Day 2024 with great enthusiasm. This year, the theme of the day was “Youth: Builders of a New World,” dedicated to honoring the creativity, innovation, and leadership potential of our young generation. 

The event began with the national anthem, paying tribute to the country, performed by the members of Daffodil Institute’s Ullas Cultural Club. 

The event was graced by the presence of the esteemed CEO of Daffodil Family, Dr. Md. Nuruzzaman, and the respected Executive Director (ED) & Principal, K.M. Hasan Ripon. Additionally, Deputy Director K.M. Parvez Bobby, Vice Principal , department heads, and faculty members were also in attendance. 

During the event, Chief Guest Dr. Md. Nuruzzaman and Principal K.M. Hasan Ripon provided guidance and inspiration, encouraging students to prepare for future challenges. 

Various competitions were organized to nurture the students’ talents, including poster presentations, painting, and mind mapping. The students’ creative performances and display of talent further enhanced the significance of the event. The most captivating part of the event was the students’ performances in dance, music, and recitation. 

At the end of the event, the guests distributed attractive prizes to the winners of the competitions. 

This celebration of International Youth Day created new enthusiasm and inspiration among all students and faculty members of Daffodil Institute of Engineering and Technology. 

The event concluded with a joyful rally starting from in front of the 71 Auditorium and ending at Academic Building-1.

Tags: No tags

Comments are closed.