স্বাধীন বাংলাদেশের আপামর জনসাধারণ প্রতিবছর অমর একুশের শহীদ দিবসে মহান ভাষা আন্দোলনের সূর্যসন্তানদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে। ১৯৫২-এর ভাষা শহীদদের পবিত্র রক্তস্রোতের সঙ্গে মিশে আছে বাঙালি জাতীর মুক্তিসংগ্রামের গৌরবগাঁথা। ১৯৫২-এর একুশে ফেব্রুয়ারিতে বাংলার ছাত্রসমাজ আত্মদান করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। রক্তরাঙা অমর একুশে ফেব্রুয়ারি রক্তের প্লাবনের মধ্য দিয়ে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় আসনে আসীন।
শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণকে রাঙিয়ে তুলেছে।
এর ধারাবাহিকতায় ভোর ৫ টার সময় ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সামনে থেকে উপাধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হাকিমের নেতৃত্বে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে প্রভাতফেরিতে খালি পায়ে অংশ গ্রহণ করে।এ সময় শিক্ষার্থীরা দ্বৈত কন্ঠে গাইতে থাকে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি….., একুশের চেতনা ভুলিনাই ভুলবনা।” প্রভাতফেরি সকাল ৬ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। এরপর শিক্ষার্থীরা ভাইস প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে নির্ধারিত স্থানে অবস্থান করে, মাইকে যখন ড্যাফোডিল ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির নাম ঘোষণা হয় তখন ভাইস প্রিন্সিপাল স্যার প্রতিষ্ঠানের পক্ষে শিক্ষার্থীদের সাথে নিয়ে সকাল ০৭:৩০ মিনিটে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল টেকনোলজি ইন্সট্রাক্টর মোঃ আরিফুল হক ও মেকানিক্যাল টেকনোলজির ইন্সট্রাক্টর বিকাশ চন্দ্র সরকার l পুস্পস্তবক অর্পণ শেষে শিক্ষার্থীরা নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছায় বলে নিশ্চিত করেন উক্ত প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল টেকনোলজির ইন্সটাক্টর মোঃ আরিফুল হক।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা l কোরআন ও গীতা পাঠ করে ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির টেক্সটাইল ডিপার্টমেন্টের ১ম পর্বে শিক্ষার্থী মোঃ শাওয়াল এবং কম্পিউটার বিজ্ঞান ও টেকনোলজি ডিপার্টমেন্টের ১ম পর্বে শিক্ষার্থী সুপ্তি মজুমদার। আলোচনা সভাটি পরিচালনা করে ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ইলেক্ট্রিক্যাল টেকনোলজির ১ম পর্বের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ বিশ্বাস ।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি মনোগ্রাম খচিত ক্রেস্ট দিয়ে বরণ করে নেন ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডেপুটি ডিরেক্টর কে এম পারভেজ ববি।
উক্ত সভার শুরুতে ভাষা শহীদদের স্মরণে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি পরিবেশন করে l
এর পর বক্তব্য রাখেন আলোচনা সভার প্রধান অতিথি রোজিনা সুলতানা রোজী, লেখক ও মাস্টার ট্রেইনার গণিত অলিম্পিয়াড l প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন l এর পর তিনি বলেন, সকল মানুষের প্রথম ভাষা তার মাতৃভাষা। এটি তার সংস্কৃতি, ঐতিহ্য, এবং স্বাভাবিক সাহিত্যিক মেলবন্ধনের চেহারা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি মৌলিক উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে – মানবিক সম্প্রসারণের মাধ্যমে ভাষার গুরুত্ব ও মর্যাদা বাড়ানো।
শহীদ দিবস আমাদের কাছে একটি মুখ্য দিন, ভাষা শহীদদের সাহস আমাদের প্রেরণা দেয়। যেন আমরা আমাদের মাতৃভাষা এবং সংস্কৃতির মূল সম্পর্ককে আরও উন্নত করতে পারি।
আমরা আজকে সকলের জন্য একটি সাধারণ প্রতিশ্রুতি নিয়ে চলেছি – আমরা আমাদের মাতৃভাষাকে সংরক্ষণ করব, তার মান ও গুরুত্ব সম্পর্কে সচেতন থাকব, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের উপলক্ষে তাদের স্মৃতির সাথে সম্পর্কিত সকলকে সম্মান ও শ্রদ্ধা অর্পণ করব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ডেপুটি ডিরেক্টর কে এম পারভেজ ববি এবং ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম ফরহাদ । তার তাদের বক্তব্যে বলেন, ভাষা কেবল কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতীক জ্ঞানের চাবিকাঠি ভাষার মাধ্যমে আমরা আমাদের চিন্তা ভাবনা প্রকাশ করি এবং অন্যদের সাথে যোগাযোগ স্থাপন করি ভাষা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে চলার পথে সহায়তা করে l তাই প্রত্যেককে নিজ নিজ ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান l
অতিথিদের বক্তব্য শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও প্রতিযো শুদ্ধ বানান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান l অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন l
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান l ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির কালচারাল ক্লাবের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য এবং গান পরিবেশন করে l
আলোচনা সভার শেষে ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ডেপুটি ডিরেক্টর কে এম পারভেজ ববি সকলকে একুশের চেনতনায় উদ্বুদ্ধ হয়ে সারা বিশ্বে বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করেন।