লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) হল প্রশাসন, ডকুমেন্টেশন, ট্র্যাকিং, রিপোর্টিং, অটোমেশন, এবং শিক্ষামূলক কোর্স এবং প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য একটি সফ্টওয়্যার অ্যাপ্লিকেশন। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ধারণাটি সরাসরি ই-লার্নিং থেকে উদ্ভূত হয়েছে । যেটি লার্নিং সিস্টেম মার্কেটের বৃহত্তম অংশ হিসেবে কাজ করে। LMS এর প্রথম প্রবর্তন হয়েছিল 1990 দশকের শেষের দিকে। COVID-19 মহামারী চলাকালীন দূরবর্তী শিক্ষার উপর জোর দেওয়ার কারণে শিক্ষা ব্যবস্থাপনা সিস্টেমগুলি অনলাইন ভিত্তিক হওয়ায় LMS এর ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
করোনাকালীন সময়ে যখন সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় তখন ও ড্যাফোডিল পলিটেকনিক থেমে থাকেনি। শিক্ষার্থীদের একই ফ্লাটফর্মে নিয়ে আসতে ড্যাফোডিল পলিটেকনিক শুরু করেছে নিজস্ব লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS). College.ac ড্যাফোডিল পলিটেকনিকের নিজস্ব এবং পূর্ণাঙ্গ অনলাইন পোর্টাল। যেটি Smart Edu নামেও পরিচিত।
Learning Management System(LMS) এ ডিপার্টমেন্টের কোর্সের উপর ড্যাফোডিল পলিটেকনিকের প্রশিক্ষক এবং শিক্ষিকাগণ প্রতিটি সাবজেক্টের উপর বিষয়ভিত্তিক ভিডিও কোর্স তৈরি করে আপলোড করেন। শিক্ষার্থীরা যেন প্রতিটি টপিক এ ক্লিয়ার কনসেপ্ট পায় সে জন্য ক্লাস লেকচারের পাশাপাশি শিক্ষকরা LMS এ একই টপিকের পিডিএফ ফাইল, বিভিন্ন আর্টিকেল এবং ভিডিও পোস্ট করেন। যার ফলে কোনো শিক্ষার্থী যদি কোনো কারণে ক্লাস মিস করে তার পূর্বের ক্লাসের টপিকগুলো সে LMS থেকে ভিডিও দেখে বুঝে নিতে পারবে।
LMS এ ইতোমধ্যে প্রতিটি ডিপার্টমেন্ট এর কোর্স টিচার দ্বারা ৬৪টি ভিডিও কোর্স আপলোড করা হয়েছে। LMS এ লগইন করার জন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের ইমেইল আইডি প্রদান করা হয় এবং শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রদত্ত ইমেল দিয়ে LMS এ লগইন করে তাদের কোর্স টিচার কর্তৃক প্রদত্ত ভিডিও, পিডিএফসহ অন্যান্য কোর্স গুলো সম্পন্ন করে থাকে। LMS এর মাধ্যমে শিক্ষকগ্ণ ভার্চুয়ালী লাইভ ক্লাস নিশ্চিত করে থাকে যাতে শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনেও ক্লাস করার সুযোগ পায়। প্রতিটি ক্লাস ভিডিও এর উপর শিক্ষার্থীদের জন্য কুইজ দিয়ে নিজের দক্ষতা যাচাই করার সুযোগ রয়েছে যার ফলে শিক্ষার্থীরা টপিকটি কতটুকু আয়ত্ত করতে পারছে সে বিষয়টি যাচাই করতে পারে।
ড্যাফোডিল পলিটেকনিক সবসময় শিক্ষার্থীদের পড়াশুনার মানউন্নয়নের দিকে নজর দেয়। সেই সাথে শিক্ষার্থীদের যেকোনো পরিস্থিতিতে পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য এবং প্রতিটা টপিক শিক্ষার্থীদের কাছে সহজ করে তুলে ধরার জন্য ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের নিজস্ব লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS).
নাজমুন নাহার
ডিজিটাল মার্কেটিং অফিসার
ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট