স্পিনিংয়ের সাধারণ জ্ঞান:১

সুতা তৈরীর ফ্লো চার্টঃ

রিং স্পিনিং এর ফ্লোচার্ট:

Blow room (ব্লোরুম)

Carding (কার্ডিং)

Draw frame(ড্রফ্রেম)

Lap former (ল্যাপ ফরমার)

Comber (কমবার)

Drawing (Finisher)(ড্রয়িং)

Simplex (সিমপ্রেক্স)

Ring Frame (রিংফ্রেম)

Auto Conner (অটোকর্নার)

Heat setting (হিটসিটিং)

Packing (প্যাকিং)

স্পিনিং বা সুতা তৈরীর প্রসেসিং:

এক কথায় বলতে গেলে ফাইবার হতে সুতা উৎপাদনের প্রক্রিয়াকে স্পিনিং প্রসেস বলা হয়। তূলা কে ড্রাফটিং, টুইস্টিং ও উইন্ডিং এর মাধ্যমে সুতা তৈরী করার প্রক্রিয়াকে স্পিনিং বলে ।

প্রধানত স্পিনিং প্রসেসকে দুই ভাগে ভাগ করা হয়েছে:

ক)রিং স্পিনিং প্রসেস।

খ)রোটর স্পিনিং প্রসেস।

নিন্মে স্পিনিং প্রসেসের কিছু মেশিনের নাম উল্লেখ করা হল:

১)হপার বেল ব্রেকার।

২)ডাবল হপার ফিডার।

৩)অটোমেটিক ব্লেন্ডার।

৪)কার্ডিং মেশিন।

৫)কম্বিং মেশিন।

৬)ড্রফ্রেম মেশিন।

৭)সিমপ্লেক্স মেশিন।

৮)রিংফ্রেম মেশিন।

৯)রোটর স্পিনিং মেশিন।

#কটন

কটন ইংরেজি শব্দ । এর অর্থ তূলা ।

#ফাইবার

ফাইবার ইংরেজি শব্দ । এর অর্থ আঁশ । কটন ফাইবার বলতে তুলাকে বুঝায় ।

#টুইস্টিং 

স্লাইভার বা রভিং কে পাকানোর মাধ্যমে এর শক্তি বৃদ্ধি করার প্রক্রিয়াকে টুইস্টিং বলে।

#উইন্ডিং 

সুতাকে নির্দিস্ট ববিন বা কপ এ জড়ানোর প্রক্রিয়াকে উইন্ডিং বলে ।

#ইয়ার্ন 

সুতার ইংরেজি নাম  হল ইয়ার্ণ ।

#কোন

সুতা কে যে প্যাকেজে জড়ানো হয় তাকে কোন বলে ।

#গেরা

কোন কোনের গায়ে যদি সামান্য পরিমান সুতা জড়ানো থাকে যা কাজের জন্য পর্জাপ্ত নয় তবে ঐ কোন কে গেরা কোন বলে

#স্লাইভার 

তূলা কে কার্ডিং মেশিনে প্রসেসের মাধ্যমে যে ওয়েব আকৃতির কন্টিনিউয়াস ম্যাটেরিয়াল তৈরী করা হয় তাকে স্লাইভার বলে । 

#রভিং

স্লাইভার কে রভিং ফ্রেম বা সিমপ্লেক্স মেশিনে প্রসেসিং এর মাধ্যমে এর একক দৈর্ঘের ওজন কমিয়ে আরও চিকন ম্যাটেরিয়াল বানানো হয়; একে রভিং বলে।

#ববিন

রভিং ফ্রেম বা সিমপ্লেক্স মেশিনে যে দন্ডের মধ্যে রভিং জড়ানো হয় তাকে ববিন বলে ।

#স্পিন্ডল 

স্পিন্ডল রিং ফ্রেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা টুইস্টিং ও উইন্ডিং এ সাহায্য করে ।

রিং কপ রিং ফ্রেম এর সামনে যে মাকু আকৃতির দন্ডের মধ্যে সুতা জড়ানো হয় তাকে রিং কপ বলে ।

#রিং 

মেশিনে সুতা যে বাঁকানো পাত বা রিং এর মধ্য দিয়ে ট্রাভেলারের মাধ্যমে অতিক্রম করে প্যাকেজে জড়ায় তাকে রিং বলে ।

#ট্রাভেলার 

ট্রাভেলার রিং মাশিনের সবচেয়ে ছোট অংশ যা সুতা কে রিং এর মধ্য দিয়ে যাওয়ার পথ বা গতি নিশ্চিত করে।

#কোয়ালিটি 

কোয়ালিটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ মান । পণ্যের গুনগত মান এবং চারিত্রিক বৈশিষ্ট্য কে কোয়ালিটি বলে ।

#নেপ্স 

জিনিং বা কার্ডিং এর সময় তুলার আঁশ প্যাঁচ খেয়ে গুটি পাকাতে পারে যা স্পিনিং প্রসেস এ সুতার কোয়ালিটি বিনষ্ট করে; এ ধরনের আঁশের গুটি কে নেপ্স বলে ।

#ট্র্যাশ 

তুলার সাথে তুলার পাতা, বাকল, ঘাস ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত ময়লা আবর্জনার মিশ্রন কে ট্র্যাশ বলে ।

#নয়েল 

ছোট দৈর্ঘের আঁশ যা কম্বিং প্রসেস এর অয়াস্টেজ হিসেবে তৈরী হয় তাকে নয়েল বলে ।

প্রোডাকশন প্রোডাকশন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ উৎপাদন । প্রোডাকশন বলতে কোন কিছু উৎপন্ন করা কে বোঝায় ।

প্রোডাক্টিভিটি ঃ প্রোডাক্টিভিটি বলতে কোন মেশিনের না শ্রমিকের কাজ করার দক্ষতাকে বোঝায় ।

ইফিসিয়েন্সি ঃ একটি মেশিন কতটা কম কাঁচামাল এবং এনার্জী খরচ করে কত টা বেশি প্রোডাকশন দিতে পারে তার শতকরা পরিমান কে ইফিসিয়েন্সি বলে ।

মেশিন ডাউন টাইম ঃ মেরামতের জন্য বা প্রোডাকশন ব্যতিত অন্য কোন কাজের জন্য মেশিন যতক্ষণ বন্ধ থাকে তাকে মেশিনের ডাউন টাইম বলে ।

ওয়াস্টেজ ঃ ওয়াস্টেজ ইংরেজি শব্দ । এর বাংলা অর্থ অপচয় । প্রোডাকশন প্রসেস এ যে কাঁচামাল অপচয় হয় তাকে ওয়াস্টেজ বলে ।

=======================================

লিখেছেন:

ইমাম  সাদ আহমেদ

ইন্সট্রাক্টর

ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট

Tags: No tags

Add a Comment

You must be logged in to post a comment