DSC00203

ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কর্তৃক  সফলভাবে সম্পন্ন হলো Innovation & Skills Competition-2023.

ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কর্তৃক  সফলভাবে সম্পন্ন হলো Innovation & Skills Competition-2023.

আজ ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি, Career Launch Pad এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো Innovation & Skills Competition-2023. শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ডোমেনের   মোট ৬টি প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা উপস্থিত  হয়েছে।

তন্মধ্যে স্মার্ট অ্যাপস, ক্লাউড টেকনোলোজি এবং বৈদ্যুতিক প্রযুক্তি সম্পন্ন প্রজেক্টগুলো উল্লেখযোগ্য ছিলো। এই প্রোগ্রামের অংশগ্রহণের মাধ্যমে, শিক্ষার্থীরা তাদের দক্ষতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা এবং তারা তাদের প্রযুক্তিসম্পন্ন দক্ষতাকে  চাকরির বাজারে তুলে ধরতে সক্ষম হবে এছাড়াও তারা  নিত্য নতুন আবিষ্কারে উৎসাহিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (সমন্বয় ও মূল্যায়ন) যুগ্ম সচিব মোঃ জোহর আলী। তিনি শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন এবং সৃজনশীল বিকাশের জন্য উৎসাহিত করেন। প্রধান বিচারপতি হিসেবে উপস্থিত ছিলেন, Institutional Quality Assurance Cell(IQAC)এর পরিচালক,অধ্যাপক ড. এ.কে.এম. ফজলুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও জনাব মোঃ নুরুজ্জামান, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজির অধ্যক্ষ কে এম হাসান রিপনসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

সৃজনশীল ক্যারিয়ার গড়তে ডিপ্লোমা ইন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং

আর্কিটেকচার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভাবনাময় ক্ষেত্র। সৃজনশীলতাকে যারা পেশা হিসেবে নিতে চান তাদের জন্য সর্বোত্তম ক্ষেত্র এটি।

আর্কিটেকচার কি?

আর্কিটেকচার মানে স্থাপনার ডিজাইন বা নকশা করা এবং যিনি এই কাজের সাথে জড়িত বা এই নকশা করেন তাকে বলা হয় স্থপতি বা আর্কিটেক্ট। মূলত কোন বিল্ডিং, সেতু, ফ্লাইওভার বা যে কোন স্থাপনার ডিজাইন করা পাশাপাশি এর ভিতরের আসবাবপত্র, লাইট, সজ্জাসামগ্রীর যথাযথ ব্যবহারের মধ্যে নান্দনিকতা ফুটিয়ে তোলাই হচ্ছে আর্কিটেকচার।

কেন পড়বেন?

যুগের চাহিদার সাথে সাথে এবং মানুষের চাহিদার পরিবর্তনের সাথে তৈরী হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্র । যিনি শৈল্পিকামনা, নিজের মধ্যে ক্রিয়েটিভিটি শৌখিনতাকে পেশায় রুপান্তর করতে চান তাদের জন্য আর্কিটেকচার হচ্ছে সঠিক সিদ্ধান্ত। যুগের প্রয়োজনে এবং মানুষের চাহিদার কারনে বর্তমানে এই ক্ষেত্রটি সারা বিশ্বে বহুল সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে রুপ নিয়েছে ।

 পেশে হিসেবে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং

যুগের পরিবর্তনের সাথে মানুষের চাহিদারও পরিবর্তন হচ্ছে। মানুষ এখন শৌখিনতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। তাই দেশে এবং বিদেশে একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারের ব্যাপক চাহিদা বাড়ছে। সরকারি চাকরির পাশাপাশি রয়েছে বেসরকারি ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার অসংখ্য ক্ষেত্র। যেমন- গৃহনির্মাণ প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট ফার্ম, ইভেন্ট ম্যানেজমেন্ট, আর্কিটেকচার ডেভেলপার ফার্ম । এর পাশাপাশি একজন আর্কিটেকচার চাইলে থ্রিডি অ্যানিমেশন, থ্রিডি মডেলিং, অটোক্যাড ড্রইং, রেন্ডারিং, ফোটোগ্রাফিক্সের কাজও করতে পারে ।

কেন ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট?

ড্যাফোডিল পলিটেকনিক গতানুগতিক ধারার বাইরে একটি আধুনিক পলিটেকনিক। ২০০৬ সাল থেকে অত্যন্ত সম্মানের সহিত কর্যক্রম পরিচালনা করে আসছে।

 ১. ড্যাফোডিল পলিটেকনিকে আর্কিটেকচার শিক্ষার্থীদের জন্য রয়েছে সুবিশাল ল্যাব।

২. প্রযুক্তি নির্ভর চাকরি বাজারের জন্য তথ্য প্রযুক্তিতে দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ার লক্ষ্যে একমাত্র আমরাই দিচ্ছি One Student One Laptop.

৩. আর্থিক সুবিধাসহ স্বল্পতম সময়ে উচ্চ শিক্ষার জন্য নিজস্ব বিশ্ববিদ্যালয় Daffodil International University তে পড়ার  সুযোগ। 

৪. আন্তর্জাতিক চাকরির বাজারে Skills Employment এর জন্য রয়েছে Global Recruiting Agency.

৫. বিদেশে ভর্তি, ক্রেডিট ট্রান্সফার, মাইগ্রেশন ও ভর্তির সর্বোচ্চ সহযোগিতায় Admission.ac

৬. শিক্ষার্থীদের জন্য রয়েছে তরূণ উদ্যোক্তা ফান্ড

৭.  চাকরিইন্টার্নশীপ প্রাপ্তির নিশ্চয়তা

৮.  শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়াার পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রণয়ন করছি  ওয়ার্ক বেসড স্কলারশীপ

৯. সরকারি উপবৃত্তি

১০. শিক্ষার্থী অভিভাবক লাইফ ইনস্যুরেন্স

১১. ফ্রি বই

এছাড়াও রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষীকামন্ডলী, যারা সার্বক্ষনীক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ।    

বর্তমানে শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন প্রোগ্রামে ভর্তি চলছে।    

যোগাযোগ:

ড্যাফোডিল পলিটেকনিক ইনষ্টিটিউট (ডিপিআই))

রোড# ১২, বাড়ী# ২/বি, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা । ০১৭১৩৪৯৩২৪৬, ০১৮৩৩১০২৮১০

Web: www.dpi.ac , Email: [email protected] 

এস.এস.সির পর র্কমমুখী শিক্ষা হোক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্প দেশের উন্নয়নের প্রধান শিল্পখাত হিসাবে অবস্থান করে নেওয়ার পাশাপাশি কৃষির পরে র্সবোচ্চ সংখ্যক মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এছাড়া বর্তমানে এই খাতটি বিশ্বের কাছ থেকে অন্যতম প্রধান প্রতিযোগী পোশাক উৎপাদক ও রপ্তানিকারক হয়ে ওঠার পাশাপাশি দেশের সর্বাধিক মুদ্রা আনায়নকারী খাত হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরে ৪৫ লক্ষ লোক সরাসরি কর্মরত আছে।

কেন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং?

একজন শিক্ষার্থী এসএসসি পাশ করার পর বাংলাদেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার চেয়ে ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটারন মেকিং বিষয়ে পাশ করার সাথে সাথেই কর্মজীবনে প্রবেশ নিশ্চিত। ডিপ্লোমা ডিগ্রি র্অজন করার পর পর চাকুরীর পাশাপাশি বিএসসি এবং এমএসসি সহ উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। তাছাড়া সম্মান ও সম্মানীর দিক থেকে অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক র্সবনম্নি ১৮০০০ টাকা  থেকে শুরু করে লক্ষ টাকা আয় করা সম্ভব।

পেশা যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং:

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষক মোঃ জায়েদুল হক বলেন, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশের পর পরই শিক্ষার্থীরা টেক্সটাইল এর বিভিন্ন বিভাগ যেমন-ইয়ার্ন, ফেব্রিক ,ওয়েটপ্রসেস ও এপ্যারেল ম্যানুফেকচারিং ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে চাকরীর করার সুয়োগ পাচ্ছে। তাছাড়া মাচেন্ডডাইজার হিসেবে বিভিন্ন বাইং হাউসে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। 

পেশায় যখন এপ্যারেল ম্যান্যুফেকচারিং

৫০০০ এর অধিক গার্মেন্টস এ বিভিন্ন বিভাগ যেমন কোয়ালিটি কন্টোল, কাটিং, সূইং, স্যামপলিং, ফেব্রিক সেকশনসমূহ ও এপ্যারেল ম্যান্যুফেকচারিং বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে। দেশি-বিদেশি বায়িং হাউস গুলোতে কর্মক্ষেত্রের সুযোগ রয়েছে। তাছাড়া দেশের বাইরে উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। 

কেন ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট?  

ড্যাফোডিল পলিটেকনিক গতানুগতিক ধারার বাইরে একটি আধুনিক পলিটেকনিক। ২০০৬ সাল থেকে অত্যন্ত সম্মানের সহিত কর্যক্রম পরিচালনা করে আসছে।

১.টেক্সটাইল এর শিক্ষার্থীদের জন্য স্পিনিং ফেব্রিক, ওয়েট প্রসেস গার্মেন্টস এর আলাদা আলাদা ল্যাব এবং সুবিশাল সুইং ল্যাব রয়ছে।

২. প্রযুক্তি নির্ভর চাকরি বাজারের জন্য তথ্য প্রযুক্তিতে দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ার লক্ষ্যে একমাত্র আমরাই দিচ্ছি One Student One Laptop.

৩. আর্থিক সুবিধাসহ স্বল্পতম সময়ে উচ্চশিক্ষার জন্য নিজস্ব বিশ্ববিদ্যালয় Daffodil International University তে পড়ার সুযোগ। 

৪. আর্ন্তজাতিক চাকরির বাজারে Skill Employment এর জন্য রয়েছে Global Recruiting Agency.

৫. বিদেশে ভর্তি, ক্রেডিটট্রান্সফার, মাইগ্রেশন ও ভর্তির সর্বোচ্চ সহযোগিতায় Admission.ac

৬. শিক্ষার্থীদের জন্য রয়েছে তরুন উদ্যোক্তা ফান্ড

৭.  চাকরি ও ইন্টার্নশীপ প্রাপ্তির নিশ্চয়তা

৮.  ওয়ার্র্ক বেসড স্কলারশীপ

৯. সরকারি বৃত্তি

১০. ফ্রি বই এছাড়াও রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষীকামন্ডলী, যারা র্সাবক্ষনীক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছে ।  

বর্তমানে ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ওয়েটপ্রসেস, ইয়ার্ন, ফেব্রিক ও এপ্যারেল ম্যান্যুফেকচারিং প্রোগ্রামে ভর্তি চলছে। 

যোগাযোগ :ড্যাফোডিল পলিটেকনিক ইনষ্টিটিউট (ডিপিআই)

রোড# ১২, বাড়ী# ২/বি, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা । ০১৭১৩৪৯৩২৪৬, ০১৮৩৩১০২৮১০

Web: www.dpi.ac , Email: [email protected]